• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিক বৃত্তিতে কোটি শিক্ষার্থীর অংশগ্রহণ চেয়ে মানববন্ধন 


লক্ষ্মীপুর প্রতিনিধি জুলাই ২৮, ২০২৫, ০৯:৪৭ পিএম
প্রাথমিক বৃত্তিতে কোটি শিক্ষার্থীর অংশগ্রহণ চেয়ে মানববন্ধন 

লক্ষ্মীপুর: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের প্রাইভেট বিদ্যালয়গুলোর প্রায় ১ কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না। 

সরকারের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরণের বৈষম্য সৃষ্টি করছে। দ্রুত সময়ের মধ্যে প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার দাবিতে লক্ষ্মীপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। 

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের (ওয়ামি) ব্যানারে এ আয়োজন করা হয়। 

পরে একই দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসানের কাছে স্মারকলিপি প্রদান করে ওয়ামির নেতারা। এর আগে ২২ জুলাই একই দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন- ওয়ামির লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী হাবিবুর রহমান সবুজ, সহ সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মো. হানিফ প্রমুখ। 

ফারহান আবরার, নানজিবা তাসনিম ও হাসীবুর রহমান হিফাজ জানায়, তারা জানতে পেরেছে তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এটি তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তারা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার দাবি জানিয়েছে। 

ওয়ামি সেক্রেটারী হাবিবুর রহমান সবুজ বলেন, দেশে প্রাইভট বিদ্যালয় বা কিন্ডারগার্টেনগুলোতে প্রায় ১ কোটি শিক্ষার্থী রয়েছে। 

সম্প্রতি সরকার প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ্রহণ বাতিল করে প্রজ্ঞাপন জারি করছে। এটি বড় ধরণের বৈষম্য। বিগত দিনে এর নাম ছিল প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষা। 

তখন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সবচেয়ে বেশি সাফল্য অর্জ করেছে। এজন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পুনরায় প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তিনি। 

এআর

Wordbridge School
Link copied!