• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ


ঝালকাঠি প্রতিনিধি  জুলাই ২৮, ২০২৫, ০৯:৪৯ পিএম
রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

ঝালকাঠি: রাজাপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। 

রাজাপুর উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস ২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ১৬ জন এসএসসি, ৪ জন দাখিল, ১৬ জন এইচএচসি ও ৪ জন আলিম সহ মোট ৪০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ওমর ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (বিদ্যালয়) মো. এবাদুল ইসলাম, ঝালকাঠি জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আ. জব্বার।

উপজেলা বিএনপির ও কেওতা ঘিগড়া মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ সহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নৈতিকতা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

এআর

Wordbridge School
Link copied!