• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিতাসে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


কুমিল্লা প্রতিনিধি জুলাই ২৯, ২০২৫, ০৯:১১ পিএম
তিতাসে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা: তিতাসে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার গাজিপুরস্থ অত্র কলেজ এর হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাহিদুর রহমান সাঈদ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

অত্র কলেজ এর অধ্যক্ষ জহিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার, অত্র প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সি জসিম উদ্দিন আহমেদ, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, জিনিয়াস স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৪১জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!