• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে ব্রিজের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী


ঝালকাঠি প্রতিনিধি  আগস্ট ১, ২০২৫, ০৭:২৮ পিএম
রাজাপুরে ব্রিজের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঝালকাঠি: রাজাপুর উপজেলার দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের সংযোগ সড়কের ব্যাপারী বাড়ি সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। 

কাঠ ও বাঁশ দিয়ে কোনোভাবে অস্থায়ী ব্যবস্থা করা হলেও এতে করে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা শাহাদাত ও ইয়াসিন সিকদার জানান, “বহুদিন ধরে ব্রিজটি এভাবে ভেঙে পড়ে আছে। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়।”

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মূল কাঠামো ভেঙে লোহার রেলিং পর্যন্ত খুলে গেছে। এর উপর কাঠ ও বাঁশ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আশপাশের মানুষজন জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ পথ ব্যবহার করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা।

এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা জানান, ব্রিজটি মেরামত হলে দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রত্যাশা, খুব শিগগিরই ব্রিজটি পূর্ণাঙ্গ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

এআর

Wordbridge School
Link copied!