• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 


 কুড়িগ্রাম প্রতিনিধি আগস্ট ১, ২০২৫, ০৭:৫৪ পিএম
কুড়িগ্রামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 

কুড়িগ্রাম: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের হলরুম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির, মাওলানা মো. আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল ও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ। 

এসময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নুরনবী ইসলাম আপন। সংবর্ধনা প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এআর

Wordbridge School
Link copied!