• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারপিঠের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


হিলি প্রতিনিধি আগস্ট ১, ২০২৫, ০৮:১৪ পিএম
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারপিঠের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দিনাজপুর: হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসককে মারপিটের অভিযোগ উঠেছে হিলি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ  হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুষ্ট বিচারের দাবি চিকিৎসকদের।

ভোক্তভোগী চিকিৎসক জানান, ওই স্বেচ্ছাসেবক দল নেতার চিকিৎসারত ফারুক হোসেন নামের এক আত্মীয় মারপিটের ঘটনায় আহত হয়ে প্রায় ১৫ দিন পূর্বে হাপাতালে ভর্তি হন। তিনি এখন পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

কিন্তু তিনি তাকে ছাড়পত্র দিতে নিষেধ করে। এবং উত্তেচিত হয়। এর কিছুক্ষণ পর ১৫/২০ জনের সংঘবদ্ধ দূষ্কৃতিকারী নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকদের এলোপাতাড়ি পেটাতে থাকেন। 

এবং চিকিৎসকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মো: মশিউর রহমান, স্বাস্থ্যসহকারী রাতুল সরকার ও ইন্টার্নী স্বাস্থ্যসহকারী ফয়সাল হোসেন আহত হন।

এআর

Wordbridge School
Link copied!