• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় মামলা বাণিজ্য নিয়ে যুবদল সভাপতির ক্ষোভ 


বরগুনা প্রতিনিধি   আগস্ট ১, ২০২৫, ১০:৪৫ পিএম
বরগুনায় মামলা বাণিজ্য নিয়ে যুবদল সভাপতির ক্ষোভ 

বরগুনা: সম্প্রতি আওয়ামী লীগ নেতা কর্মীর নামে মামলা করতে গিয়ে নিরীহ মানুষকে জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা যুবদল সভাপতি মো. কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা।

তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, নব্য বিএনপি ও মামলাবাজ ভাইয়েরা শেষ পর্যন্ত আমাদের যেন মামলায় আসামি না করা হয় অনুরোধ রইল। 

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কি একটা অবস্থা ঘটনার সঙ্গে জড়িত নাই অথচ তাদের মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। যারা প্রকৃতি অপরাধী, গত ১৭ বছর বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, কালো টাকার মালিক হয়েছে তাদের মামলায় অভিযুক্ত করা ঠিক আছে। ব্যক্তিগত কারণে আসামি করে মামলা বাণিজ্য করছে আমি ও আমার দল এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। 

একই ঘটনা নিয়ে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম মামুন তার ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিস্ট অপরাধী আওয়ামী লীগের বিচার আমরাও চাই কিন্তু বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ রক্ষায় নিরপরাধ মানুষকে আসামি করে মামলা বাণিজ্য আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না
নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বরগুনার তালতলীতে ২০২৩ সালে ইফতার মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় ১০১ জন বিরুদ্ধে মামলা হয়েছে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে। মামলায় ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই আমতলী জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছগির হাওলাদার। মামলাটি আমতলী সিনিয়র জুডিশিয়াল বিচারক আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন। 

এআর

Wordbridge School
Link copied!