• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান


নীলফামারী প্রতিনিধি:  আগস্ট ২, ২০২৫, ০৭:৩৭ পিএম
নীলফামারীতে পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

নীলফামারী : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে সর্বোচ্চ পাঁচ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে (২ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
 
এর আগে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা জানান, সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন। 

পিএস

Wordbridge School
Link copied!