• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইথিওপিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবি উপাচার্যের অংশগ্রহণ


বাকৃবি প্রতিনিধি আগস্ট ২, ২০২৫, ০৯:৩৭ পিএম
ইথিওপিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবি উপাচার্যের অংশগ্রহণ

ময়মনসিংহ: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 

'দ্বিতীয় ইউএন ফুড সিস্টেমস সামিট স্টকটেক' শীর্ষক এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গত ২৭ থেকে ২৯ জুলাই। 'একটি ন্যায্য, সহনশীল ও পুষ্টি-সংবেদনশীল খাদ্য ব্যবস্থায় রূপান্তরের জন্য বিনিয়োগের সুযোগ: প্রমাণ ও কর্মপন্থা' শীর্ষক এই সাইড ইভেন্টটি আয়োজন করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেইন)। এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাননীয় খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার।

শনিবার (২ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সম্মেলনের একটি সাইড ইভেন্টে মর্যাদাপূর্ণ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 

উপাচার্য তার বক্তব্যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল খাদ্য ব্যবস্থার জন্য বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন।

এআর

Wordbridge School
Link copied!