• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ


ঝালকাঠি প্রতিনিধি  আগস্ট ২, ২০২৫, ০৯:৪২ পিএম
রাজাপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ

ঝালকাঠি: রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় উত্তর তারাবুনিয়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি প্রতিবাদ স্বরূপ কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজসেবীরা। এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং ৯ নম্বর লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও তা পাকা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা কাঁদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

তারা আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট করে চলাফেরা করে। পাশাপাশি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যায় না, যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এআর

Wordbridge School
Link copied!