নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলাধীন সকল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মলম্বীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী। সোমবার (৪ আগষ্ট) ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ডিমলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ বক্তা ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা রইসুল ইসলাম চৌধুরী, আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রেয়াজুল ইসলাম কালু, সদস্য মুক্তার হোসেন, শেফাউল জাহাঙ্গীর সেপু, রেদওয়ানুল হক বাবু, প্রবীর গুহ রিন্টু, আক্তারুজ্জামান সুমন, গোলাম রব্বানী প্রধান বক্তৃতা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের চিরায়ত ঐতিহ্য। বিএনপি ক্ষমতায় গেলে এ সম্প্রীতির পরিবেশ আরও সুসংহত করা হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এসময় ডিমলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম লিটন, নীলফামারী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা রাশেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, তুহিনের মেয়ে আরিফা ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এআর







































