• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদকের বিরুদ্ধে ইউএনও’র কঠোর হুঁশিয়ারি


বরিশাল ব্যুরো  আগস্ট ৪, ২০২৫, ০৯:৪৭ পিএম
মাদকের বিরুদ্ধে ইউএনও’র কঠোর হুঁশিয়ারি

বরিশাল: মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। 

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। 

পাশাপাশি বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেন। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। 

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. অলি উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

এআর

Wordbridge School
Link copied!