• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার 


পিরোজপুর প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৯:৫২ পিএম
পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার 

পিরোজপুর: কাউখালীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৪ আগস্ট) পিরোজপুর আদালতে তাকে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নং আসামি হওয়ায় ওই মামলার তদন্তকারী অফিসার এ মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়। 

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে কোটে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো. সোলায়মান সাংবাদিকদের জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলাসহ মোট তিনটি মামলার আসামি। 

এআর

Wordbridge School
Link copied!