• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মাছ ধরার ট্রলারডুবি


পিরোজপুর প্রতিনিধি আগস্ট ৬, ২০২৫, ১০:১৩ পিএম
বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মাছ ধরার ট্রলারডুবি

পিরোজপুর: বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পরের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে সমুদ্রে ভেসে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে অপর একটি মাছ ধরার ট্রলার। 

বিষয়টি বুধবার (৬ আগস্ট) বিকেলে মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন নিশ্চিত করেছেন। কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়ার গ্রামের বাসিন্দা। 

ট্রলার মালিক হেলাল মৃর্ধা জানান, গত শুক্রবার সকালে মাঝি শাহাজাহান হাওলাদার ট্রলারসহ ১৩ জেলেকে নিয়ে ডুবলার চর এলাকায় যান।পরে গত সোমবার বিকেলে ডুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি বিদেশি জাহাজ এসে ট্রলারে আঘাত করে। 

তখন ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলে বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করে। পরে গতকাল রাতে গভীর সাগরে একটি ট্রলার ওই ১৩ জেলেকে উদ্ধার করে।

ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন বলেন, উদ্ধার হওয়া জেলেদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সবাই সুস্থ আছে। ট্রলার ডুবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এআর

Wordbridge School
Link copied!