• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ২৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৫, ০৯:২১ পিএম
পিরোজপুরে ২৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার

পিরোজপুর: ইন্দুরকানীতে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে উপজেলা পর্যায়ে সবোর্চ্চ নম্বর পেয়ে ভালো ফলাফল করা ২৭ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহষ্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়াতনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিরতণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর শাহনাজ পারভীন কাজল, উপ-পরিচালক, পিবিজিএসআই স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

এতে আরও বক্তব্য দেন, পিবিজিএসআই স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মো. সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, দক্ষিন ইন্দুরকানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. আল আমিন হোসেন, শিক্ষার্থী তাবাসসুম আক্তার প্রমুখ। 

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। শিক্ষার্থী তাবাসসুম আক্তার, আয়েশা আক্তার, শফিকুর রহমান মাসুদ ও সাদিয়া আক্তার সহ আরও অনেকে পুরুষ্কার পেয়ে শিক্ষক-অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এআর

Wordbridge School
Link copied!