চুয়াডাঙ্গা : ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বারসহ মোঃ আবদিন মিয়া (৩৫) নামের যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।
আটককৃত মোঃ আবদিন মিয়া চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনা থানাধীন সীমান্তের পিলার নম্বর ৭৫/৩-এস এর কাছে অভযান চালায়। এসময় মোটরসাইকেলে করে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যেতে পুকুরে লাফ দেয়। এসময় বিজিবির সদস্যরা পানিতে নেমে তাকে আটক করে।
আটকের সময় মোঃ আবদিন মিয়ার শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা দুটি প্যাকেট হতে ২১টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।
দর্শনা থানায় মামলা করে আটককৃত আবদিন মিয়াকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
পিএস







































