• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি ২০ কোটি টাকা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি আগস্ট ৮, ২০২৫, ০৫:১৭ পিএম
হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি ২০ কোটি টাকা

হিলি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া রাজস্ব আদায় করতে পারেনি হিলি কাস্টম কর্তৃপক্ষ। এ বছর রাজস্ব ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ৭৪০ কোটি ৯০ হাজার টাকা। অথচ রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা।

পণ্য আমদানিতে কিছু জটিলতার কারণে আমদানি কমেছে, ফলে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বলে জানান আমদানিকারকরা। তারা আরও জানান, পাথরসহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ থাকায় আমদানি অনেকটাই কমে গেছে। পাথর আমদানি হলে রাজস্ব আহরণ অর্জন সম্ভব বলে জানান তারা।

এদিকে শুল্কমুক্ত পণ্য আমদানি হওয়ায় রাজস্ব আদায় অর্জন সম্ভব হয়নি বলে জানান কাস্টমস কতৃপক্ষ। যদি শুল্কযুক্ত পণ্য আমদানি হয় কিংবা আমদানি বাড়ে তাহলে রাজস্ব অর্জন হবে বলে জানান তিনি।

আমদানিকারকরা জানান, দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি বন্দর। এই বন্দর দিয়ে এক সময় সরকার কয়েকশ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। কিন্তু বিগত কয়েক বছর যাবত এই বন্দর দিয়ে রাজস্ব অর্জন সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে তারা বলছেন, রাস্তাঘাটের অবকাঠামো ও বাংলাদেশ-ভারতের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি, পাশাপাশি অনেক পণ্য আমদানি বন্ধ রয়েছে। যেমন পাথর,পেয়াজ, চালসহ বেশকিছু পণ্য। এইসব পণ্য শুল্ক যুক্ত পণ্য, এই পণ্যগুলো যদি আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে, তাহলে আমদানি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ অর্জন সম্ভব বলে জানান তারা।

তারা আরও বলেন, হিলি স্থলবন্দর দিয়ে যেখানে দিনে ২৫০ থেকে ৩০০ ভারতীয় ট্রাকে পণ্য আমদানি হতো সেখানে বর্তমানে ২০ থেকে ২৫ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ভিসা জটিলতার কারণে আমদানিকারকরা ভারতে না যাওয়ার কারণে আমদানিটা অনেকটাই কমে গেছে বলে দাবি তাদের।

হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে হিলি স্থলবন্দরে ৭৪০ কোটি ৯০ হাজার টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অথচ রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। এ বছর রাজস্ব ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। গত বছরেও ঘাটতি দেখা দিয়েছিল। গত ২০২৩-২৪ অর্থ বছরেও রাজস্ব ঘাটতি হয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা। হিলি স্থলবন্দরে গত ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল ৩২০ কোটি ৬৪ লাখ টাকা আর অর্জন হয়েছে ২৬১ কোটি ১৮ লাখ টাকা।

হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন,বন্দর দিয়ে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানির পরিমাণ কম, শুল্কমুক্ত পণ্যের আমদানি বেশি হয়। যদি শুল্কযুক্ত পণ্য আমদানি হয় তাহলে রাজস্ব অর্জন সম্ভব। এছাড়াও'রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ বন্দরে বিগত বছরগুলোর তুলনায় আমদানি অনেক কম। আগে যেখানে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য আমদানি হতো বর্তমানে সেখানে আমদানি হয় মাত্র ২০ থেকে ২৫ ট্রাক পণ্য। যার কারণে রাজস্ব আয়ে প্রভাব পড়েছে। আমদানি বাড়লে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত লক্ষমাত্রা ছিল ৩৭৭ কোটি টাকা, আর অর্জন হয়েছে ৪০২ কোটি টাকা।

পিএস

Wordbridge School
Link copied!