নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম বলেছেন, মাহেরীন চৌধুরী ২০ জন ছাত্র- ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিজে নিজের দেহকে জ্বালিয়ে পুড়ে তিনি মারা গেলেন। সুতরাং এইটা শুধু জিয়া পরিবারের জন্যই সম্ভব।
জিয়া পরিবারের এই দেশে বারবার ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিকে তারা যে অবস্থান নিয়েছে মাহেরীন চৌধুরীর সেটার একজন জ্বলন্ত সাক্ষী।
শনিবার (৯ আগষ্ট) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাড়ী চৌধুরী পাড়ায় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোন কলেজে শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে
এসব কথা বলেন তিনি।
ভিপি ইব্রাহিম বলেন, “আমরা গভীর শ্রদ্ধা জানাই মাহেরীন চৌধুরী প্রতি। যেভাবে তার মৃত্যু হয়েছে, হাদীস অনুযায়ী সেটা শহীদি মৃত্যু।
আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে শহীদি মর্যাদা দান করেন আমরা এই দোয়া করি। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টার দিকে কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নীলফামারী জেলা কৃষকদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শহরের ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম।
এতে জেলা কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য মো. মনজুরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে সহ-সাধারন সম্পাদক ইনসান আলম আক্কাস, বিশেষ বক্তা হিসেবে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ লাবু, মো. আনোয়ার শাহাদাত বক্তৃতা দেন।
এআর







































