দিনাজপুর: হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার সকাল সাড়ে ১১ টায় তিনি প্রথমে হিলি পানামার্পোটে আসলে তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে পানামার্পোট হলরুমে বন্দরের কতৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন।
এসময় বক্তারা বন্দরে আমদানি রপ্তানি গতিশীল ও পাথর আমদানি করে জটিলতা ও লেবার পেমেন্ট এবং রাস্তাঘাট বেহাল দশা নিয়ে বিভিন্ন কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, দেশের যেসব স্থলবন্দর রয়েছে সেগুলো পরিদর্শন করা হচ্ছে। অলাভজনক যে বন্দর রয়েছে সেগুলোর মধ্যে ৪ টি বন্ধ করা হয়েছে। আরও ৪ টি চিহ্নিত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বাংলাদেশ রাজস্ব বোর্ডের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস, হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল দৌলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক, হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, উপজেলা জামায়াতে-ইসলামী আমির সহ অনেকে।
এআর







































