• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ


লালমনিরহাট প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০২:০৭ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট: ‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১০ই আগষ্ট) সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের আয়োজনে জেলার কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

‎সমাবেশের বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ইট দিয়ে পা থেতলে গুরুতর জখম করা হয়েছে যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। এদিকে লালমনিরহাটেও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক সম্পাদক সাংবাদিক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও ইতিমধ্যে অপরাধীদের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কট করবে।

‎‎বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। সর্বপরি সাংবাদিকরা দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে। এজন্যেই সাংবাদিকরা আজ মব জাস্টিস এর শিকার হচ্ছে, সাংবাদিকদের মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। যারা অন্যায়, দুর্নীতির সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স মিডিয়া, ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎‎সমাবেশে সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজী টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।

‎‎এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানারে বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংবাদিকরাও এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। ‎প্রতিবাদ সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।

এসআই

Wordbridge School
Link copied!