• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে সাংবাদিক হত্যার শাস্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি  আগস্ট ১১, ২০২৫, ০৪:০৩ পিএম
কুড়িগ্রামে সাংবাদিক হত্যার শাস্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম : গাজীপুরে গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা,আনোয়ার হোসেন সৌরভকে হত্যার চেষ্টার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু এবং আশরাফুল হক রুবেল প্রমুখ। 

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। মানববন্ধনে দেশের মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। 

পিএস

Wordbridge School
Link copied!