• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার 


লক্ষ্মীপুর প্রতিনিধি  আগস্ট ১১, ২০২৫, ০৪:২৪ পিএম
লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হত্যাসহ ২৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের বাড়ি থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

থানা পুলিশ জানায়, আলমগীর ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি অস্ত্রধারী ও মাদক কারবারের সঙ্গেও জড়িত রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। 

পিএস

Wordbridge School
Link copied!