• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় বিষ মিশ্রিত পানি পান করে ৫ শিক্ষার্থী অসুস্থ


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি আগস্ট ১১, ২০২৫, ০৬:১৮ পিএম
পাথরঘাটায় বিষ মিশ্রিত পানি পান করে ৫ শিক্ষার্থী অসুস্থ

পাথরঘাটা :বরগুনা পাথরঘাটার উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিষ মিশ্রিত পানি পান করে একই শ্রেণীর ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টার সময় ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী ও সাবিনা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে সে পানি পান করে। পানি থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পর বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই বোতল থেকে আরও চারজন ছাত্রী পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায় ওই চার শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ পাওয়া গেছে।

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, মনিরা ও সাবিনা হঠাৎ ক্লাসরুমে এসে জানান পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। পরে আমরা ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারে বিষ মেশানো থাকার সত্যতা পাই।

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি ডাক্তার আল-আমিন বলেন, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসলে তাদের ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হবে।

পিএস

Wordbridge School
Link copied!