• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে অবৈধ অনুপ্রবেশ, ২২ বাংলাদেশিকে ফেতর দিল বিএসএফ


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি আগস্ট ১৩, ২০২৫, ০৫:১১ পিএম
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ২২ বাংলাদেশিকে ফেতর দিল বিএসএফ

চুয়াডাঙ্গা : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ২২ বাংলাদেশিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা সীমান্তের শূন্য রেখায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। 

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী বলেন, ওই ২২ জন বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা দেশটির উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে বিএসএফের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পিএস

Wordbridge School
Link copied!