ছবি: সংগৃহীত
মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং মানবিক সংগঠন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়াত গতানুগতিক রাজনীতি চালায় না, বরং মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে। যেখানে মানুষের দুর্ভোগ ও দুর্দশা সেখানে ছুটে যায় জামায়াতে ইসলামী।
ড. হেলাল উদ্দিন নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাবকে নিয়ন্ত্রণহীনভাবে মেনে নেওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা সারাদেশে খুন, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজি চালাচ্ছে, তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করার আহ্বান জানান তিনি।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যে প্রার্থীরা ভোট চাইবে, তাদের অতীত কর্মকাণ্ড, জনগণের জন্য অবদান এবং ব্যক্তিগত উন্নতি কীভাবে হয়েছে তা জানতে হবে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে বাপ-দাদার পরিচয় ও কর্মের তথ্যও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, এটি জাতিকে একটি নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র দেবে। তিনি জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও মানবিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মতিঝিল দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. ইমাম হোসেন, সভাপতিত্ব করেন জামায়াতের মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ।
একই দিনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. হেলাল উদ্দিন। পরে কচি কাচাঁর মেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসএইচ







































