• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যাম্পাসে প্রথম লাশ উপহার দিল ছাত্রদল: বিবৃতিতে ছাত্রশিবির


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:২৮ পিএম
ক্যাম্পাসে প্রথম লাশ উপহার দিল ছাত্রদল: বিবৃতিতে ছাত্রশিবির

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত এক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও শাস্তির দাবি জানান। তারা বলেন, ‘৭ ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। দীর্ঘদিন ধরে এই দুটি গ্রুপ ছাত্রাবাসে মাদক বিক্রি ও সেবনের মাধ্যমে আবাসিক পরিবেশকে বিপর্যস্ত করে আসছিল। ঘটনার দিনও সংঘর্ষে সাধারণ নিরীহ শিক্ষার্থীরাও হামলার শিকার হন। আজ চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়; এটি সরাসরি হত্যাকাণ্ড। এটি ছাত্রদলের ধারাবাহিক হত্যার রাজনীতির সুস্পষ্ট প্রতিফলন। হলের অভ্যন্তরে তাদের বেপরোয়া সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড, মাদকসেবন ও আধিপত্যের রাজনীতির নির্মম পরিণতি। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণও এটি।’

নেতৃবৃন্দ দাবি করেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি। আমরা নিহত সাকিবের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।’

এসএইচ 

Wordbridge School
Link copied!