• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতা


সোনালী ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:২৮ পিএম
বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতা

ছবি: সংগৃহীত

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এক বিতর্কিত ঘটনায়। আড়ানী পৌর এলাকার আহম্মেদ আলী নিজেকে আড়ানী পৌর বিএনপির সহসভাপতি দাবি করে লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটিয়ে ভোট চাইছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) আড়ানী বাজারে অনুষ্ঠিত বিএনপির এক প্রচারণাসভায় এই পোস্টার দেখা যায়। আহম্মেদ আলী পূর্বে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন। হঠাৎ করে তিনি বিএনপির পদ ব্যবহার করে প্রচারণা চালানোর ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আহম্মেদ আলী সংবাদদাতাকে বলেন, ‘আমি কোনো দিন আওয়ামী লীগ করিনি। আবু সাঈদ চাঁদের নির্দেশে লিফলেট ও পোস্টারে পদ ব্যবহার করেছি। আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি।’

এ ঘটনায় আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজ্জাম্মেল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। আহম্মেদ আলী আড়ানী পৌর বিএনপির কোনো পদে বা সদস্য নন। তিনি নিজে পোস্টার তৈরি করে ভোট চাইছেন শুনেছি। এ ছাড়া তিনি বিএনপির পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়েছেন। যদি সত্যি হয়, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা স্থানীয় নির্বাচনকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একদিকে রাজনৈতিক দলের প্রচারণা, অন্যদিকে স্বতঃপ্রণোদিত নেতা–কর্মীর পদ দাবি, ভোটগ্রহণের প্রক্রিয়া ও দলীয় শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!