ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নভেম্বরের শুরুতে ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে তাদের কোনো প্রার্থী থাকবে না। এই ঘোষণা সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিল। তবে নির্বাচনের তফশিল ঘোষণার মুহূর্তে দলটি তার প্রতিশ্রুতি থেকে সরে এসে খালেদা জিয়ার আসনের একটি স্থানে প্রার্থী দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে দিনাজপুর-৩ আসনও রয়েছে। সেখানে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আ হ ম শামসুল মুকতাদিরকে। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
দিনাজপুর-৩ আসনে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের মাধ্যমে খালেদা জিয়া ভোট দেবেন। এছাড়া এ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই পদক্ষেপ আগামী নির্বাচনে ভোটের ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে বিএনপি এবং এনসিপি মধ্যে পূর্বনির্ধারিত রাজনৈতিক সমঝোতার পরিপন্থী হিসেবে এটি ধরা হচ্ছে।
নির্বাচনের আগে এমন আচরণ দলীয় নীতি ও জনমতের ওপর প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এসএইচ







































