• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আলফাডাঙ্গায় বিদ্যালয়ে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি আগস্ট ১৩, ২০২৫, ০৮:৫২ পিএম
আলফাডাঙ্গায় বিদ্যালয়ে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপকরণ হিসেবে দশটি উন্নতমানের সিলিং ফ্যান ও ছয়টি হোয়াইট বোর্ড বিতরণ করেন তিনি। 

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসিন মোল্যা, শওকত সর্দার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, 'উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের কার্যক্রম আমাদের পক্ষে থেকে অব্যাহত থাকবে।'

এআর

Wordbridge School
Link copied!