• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যাম্পাসের দাবিতে সড়ক ব্লকেড শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ


সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৪, ২০২৫, ০১:১৮ পিএম
ক্যাম্পাসের দাবিতে সড়ক ব্লকেড শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

ঢাকা : স্থায়ী ক্যাম্পাসসহ ডিপিপি অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) জেলার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ ছিল। অবরোধের কারণে দুর্ভোগে পোহাতে হয় যাত্রীদের।

প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন না হওয়ায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। 

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। দীর্ঘ ৬ মাস বন্ধ রাখার পর গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন ফিরে শিক্ষার্থীরা।

পিএস

Wordbridge School
Link copied!