• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু


নেত্রকোনা প্রতিনিধি  আগস্ট ১৪, ২০২৫, ০৬:২৪ পিএম
নেত্রকোনায় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের বিএডিসি ফার্মের ভিতরে সেচ বিভাগের পরিত্যক্ত একটি পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরে বিস্তারিত জানানো হবে।

পিএস

Wordbridge School
Link copied!