বরিশাল : সাত বছরের একমাত্র ছেলের জন্য মাদ্রাসায় নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন শরীফের ছেলে ও দুবাই প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তার মা দীর্ঘ ১৬ বছর ধরে কর্মের সুবাধে দুবাইতে থাকেন। গত নয় বছর পূর্বে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে (২৭) সামাজিকভাবে তিনি (মিরাজ) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের আয়ান ইসলাম নামের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রবাসী মিরাজ শরীফ আরও জানান, চলতি বছরের ৯ জুন তিনি ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন মোবাইল ফোনের পরিচয়ের সূত্রধরে তার স্ত্রী শান্ত আক্তার মনির সাথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ইতোমধ্যে একাধিকবার আরিফুল ইসলামের সাথে তার স্ত্রী শান্তা কুয়াকাটা ও বরিশালে রাত্রীযাপন করেছে। যা তার স্ত্রী শান্তা অকপটে স্বীকার করলেও জীবনে আর কোনদিন এ ভুল করবে না মর্মে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিত মুচলেকা দেয়। পরবর্তীতে তারা ভালভাবেই সংসার করছিলেন।
মিরাজ শরীফ বলেন, গত ৭ আগস্ট সকালে সরিকল বন্দরের মাদ্রাসায় অধ্যায়নরত তাদের একমাত্র ছেলের জন্য সকালের নাস্তা নিয়ে বাড়ি থেকে বের হয় শান্তা। এরপর দীর্ঘসময়ে সে (শান্তা) বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি।
ওইদিন দুপুরে শান্তা তার বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানায় সে মুন্সীগঞ্জে আরিফুলের কাছে রয়েছে। তাকে যেন খোঁজাখুজি করা না হয়। বাসায় তল্লাশী চালিয়ে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোনের কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় প্রবাসী মিরাজ শরীফ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পিএস







































