• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ৩৫০ পরিবারকে জামায়াতে ইসলামীর খাদ্য সহায়তা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৫, ০৭:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ৩৫০ পরিবারকে জামায়াতে ইসলামীর খাদ্য সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি থেকে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

কার্যক্রমটি আয়োজিত হয় সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায়।

জামায়াতের নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল অসুস্থ থাকায় তার পক্ষ থেকে তারা বন্যার্তদের সঙ্গে দেখা করেছেন। 

তারা বলেন, “আমরা আপনাদের কাছে ত্রাণ দিতে আসিনি; আমরা আপনাদের ভাই হিসেবে সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। তাই এটি সামান্য হাদিয়া হিসেবে গ্রহণ করুন।”

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান এবং পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।

প্রতিটি খাদ্যসামগ্রী প্যাকেটে ছিল: মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি এবং স্যালাইন ১০ পিস।

এআর

Wordbridge School
Link copied!