• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পার্টি অফিসে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল 


পিরোজপুর প্রতিনিধি আগস্ট ১৮, ২০২৫, ০৯:৫১ পিএম
পার্টি অফিসে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল 

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে পার্টি অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। 

তার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি ছড়িয়ে দেন। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে এবং এর স্ক্রিনশট সংগ্রহ করেন অনেকে। সেই স্ক্রিনশট হাতে এসেছে।

ছবির ওই ব্যক্তি মো. জসিম তালুকদার নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি উপজেলার রাহুতকাঠি গ্রামে। তবে তিনি দাবি করেন, নিয়মিত ইয়াবা সেবন করেন না তিনি। একই দলের একজনের প্ররোচনায় পড়ে তিনি মাত্র কয়েক টান দিয়েছিলেন।

আফনান মারুফ নামে এক যুবক ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। তার প্রোফাইল অনুযায়ী, তিনি স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রেজাউল হাসান সুজন ছবিটি তার ফেসবুক থেকে শেয়ার করেন।

ইয়াবা সেবনের কথা স্বীকার করে মো. জসিম তালুকদার বলেন, ‘আমি আগে কখনো ইয়াবা সেবন করিনি। ছয়-সাত মাস আগে দলীয় অফিসে কয়েকজন সেবন করছিল। 

বন্ধুরা আমাকে প্ররোচিত করে দুই টান দিয়েছিল। হয়তো কেউ সেদিন গোপনে ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’ 

এআর

Wordbridge School
Link copied!