• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৈরী আবহাওয়ায়ও পর্যটকদের মিললমেলায় কুয়াকাটা সৈকত


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি আগস্ট ২২, ২০২৫, ০২:৫৯ পিএম
বৈরী আবহাওয়ায়ও পর্যটকদের মিললমেলায় কুয়াকাটা সৈকত

কুয়াকাটা : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরছে। সাগর রয়েছে উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সাগর পাড়ে। এমন পরিস্থিতিতে সব কিছু উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়।

পরিবার- পরিজন, প্রিয়-প্রিয়সী বন্ধুবান্ধব একত্র হয়ে পাহাড় সমান ঢেউের সাথে আনন্দ মেতে উঠতে দেখা গিয়েছে। মূলত সমুদ্র সৈকত বছরে, জৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র মাসে প্রচন্ড উত্তল থাকে। এতে যেমন ভয়ঙ্কর রূপে থাকে সমুদ্র সৈকত। তেমনি বড় বড় ঢেউ আপনাকে মুগ্ধ করবে। পর্যটকের এমন উপস্থিতিতে, আনন্দের হাসি ফুটেছে পর্যটক ব্যবসায়ীদের মুখে।

খুলনা থেকে আসা পর্যটক শরিফুল ইসলাম বলেন, সাগরের ঢেউ বড় হয়েছে তাতে সমস্যা নেই। আমরা এখানে বন্ধুরা মিলে আনন্দ করতে এসেছি, তাই আনন্দ করেই যাব। আসছি সাগরে গোসল করতে, সেই সাগরে যদি ঢেউ না থাকে, তাহলে কেমন হয় আমরা মজায় আছি কারণ অনেক ঢেউ এখন সমুদ্রে।

ঢাকা থেকে আসা সানজিদা রেশা বলেন, পাঁচ বছর পর কুয়াকাটা এলাম আমি আর আমার হাজবেন্ড। তবে আমরা এবার পদ্মা সেতু হয়ে কুয়াকাটা এসেই দেখছি মেঘলাচ্ছন্ন আকাশ আর বৃষ্টি, এদিকে সাগর উত্তাল। এরপরও সাগরে নেমে গোসল করেছি। প্রচন্ড- বাতাস, উত্তল সমুদ্রের সাথে আনন্দ ভাগাভাগি করাটা এক অন্যরকম অনুভূতি। 

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লায়েজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী  জানিয়েছেন, সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভালো চাপ রয়েছে। ৭০ থেকে ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। কিছু কিছু হোটেল ও রিসোর্ট  শতভাগ বুকিং হয়েছে। এই সময়টাই মূলত সমুদ্রের ভয়াবহ রূপ দেখতে অনেক পর্যটক এসে থাকেন বলেও জানিয়েছেন।

সমুদ্রের পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী মাঈনুল জানান, অনেক বাতাস এবং বৃষ্টি। সব মিলে অনেক উত্তাল রয়েছে সাগর। বড় বড় ঢেউয়ের সাথে লাফালাফি করছে পর্যটকরা। আল্লাহর রহমতে আমাদের বিক্রিও ভালো হচ্ছে।

কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটা সমুদ্র সৈকত এক এক সময় নতুন নতুন রূপ ধারণ করে। কখনো নীরবতা কখনো ভয়ঙ্কর। বর্তমানে ভয়ংকর রূপ বলতে, পাহাড় সমান ঢেউ ভেঙে পড়ছে কিনারায়, পাহাড় সমান ঢেউয়ের সাথে আনন্দ মেতে উঠছে পর্যটক।

টুরিস্ট পুলিশ জোন কুয়াকাটার এসপি হাবির বলেন, আমাদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্পটগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সমুদ্রে গোসল করতে নেমে যাতে কোন পর্যটকের সমস্যা না হয় সেজন্য স্বেচ্ছাসেবক টিম  তৈরি রাখা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!