• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় স্কুল মাঠে বীজতলা, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি আগস্ট ২৪, ২০২৫, ০৬:২৮ পিএম
পাথরঘাটায় স্কুল মাঠে বীজতলা, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭২নং উত্তর-পূর্ব জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমন ধানের বীজতলা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মোসলেম নামে এক কৃষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিতে মাঠ দখল করে বীজতলা তৈরি করেছেন।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ধানের চারা রোপণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,আমরা আগে প্রতিদিন স্কুলের মাঠে খেলাধুলা করতাম। কিন্তু গত এক দুই মাস ধরে মাঠে ধান রোপণ করায় খেলতে পারছি না।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জুলাই মাসে টানা বর্ষণে কৃষিজমিতে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে যায়। ফলে বিকল্প হিসেবে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হয়। কেউ কেউ মনে করেন, মাঠ ফাঁকা থাকায় তাতে বীজতলা করলে ক্ষতি নেই। তবে অন্যরা বলছেন, বিদ্যালয়ের মাঠ দখল করে ধানের চারা তৈরি করা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার কেড়ে নিচ্ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক খাইরুল আলমকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগ রয়েছে, তিনি এক সাংবাদিককে ধাক্কা দেন এবং লোগো ও ক্যামেরায় হাত তোলেন। পরে তিনি অফিসকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Wordbridge School
Link copied!