পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে ইউনুছ আলী নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে তরুণ কুমার মজুমদার নামে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইউনুছ আলী ভুক্তভোগী ওই শিক্ষকের শত বছরের বেশি সময়ের ভোগদখলীয় পৈত্রিক জমি দখলে করে রোপিত ফলজ ও বনজসহ বেশ কিছু চারা গাছ কেটে ফেলেছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ভুক্তভোগী শিক্ষক তরুন মজুমদার এ অভিযোগ করেন।
রোববার (২৪ আগস্ট) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সংগীতকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইউনুছ আলী উপজেলার মাহমুদকাঠি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ভুক্তভোগী তরুণ কুমার মজুমদার উপজেলার কৃষ্ণকাটি গ্রামের মৃত ভুবনেশ্বর মজুমদারের ছেলে। তিনি স্বরূপকাঠী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী তরুন মজুমদার বলেন, সংগীতকাঠি গ্রামের ১নং ওয়ার্ডে তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে দশকাঠা জমি রয়েছে। আমরা অন্য এলাকায় বাড়ী করে থাকি। যে জমিটি প্রায় একশত ছত্রিশ বছর পূর্বে তার দাদা ক্রয় করেছিলেন। সেই থেকে তারা ভোগ দখলে। গত দু'বছর পূর্বে জমিটি ইউনুছ আলী দখলের চেষ্টা চালায়। পরে পুলিশের মাধ্যমে স্থানীয়ভাবে শালিস বৈঠকে কাগজপত্র পর্যালোচনায় আমাদের পক্ষে রায় আসে। তারপরও ইউনুছ আলী তৎকালীন স্থানীয় কিছু আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা কথিত নেতাদের মাধ্যমে দখল করার চেষ্টা করেছিল। পরে ব্যর্থ হয়েছে। পুনরায় রোববার (২৪ আগস্ট) জমিতে অনধিকার প্রবেশ করে গাছপালা কেটেছে। তিনি বলেন, ইউনুছ আলী কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি সেজে মানুষকে হয়রানি করছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউনুস আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় চৌকিদার আশীষ মিস্ত্রি বলেন, ওই জমিটি মূলত তরুন বাবুরা অনেক বছর ভোগ দখলে আছে। একবার ইউনুছ আলী তার জমি দখলের চেষ্টা করছিল। এ নিয়ে শালিস বৈঠক হয়েছে। শালিশীতে তরুণ কুমার মজুমদারের পক্ষে রায় যায়। এখন শুনি আবার জমি নিয়ে গন্ডগোল।
আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সংগীতকাঠি ১ নং ওয়ার্ড মেম্বার মো. শরীফ মাহমুদ বলেন, ভোগ দখলীও জমিটি দীর্ঘ বছর যাবত তরুণ কুমার মজুমদারের পরিবার চাষাবাদ করছে। এ বিষয়টি গত দু'বছর আগে থানায় অভিযোগের আলোকে সালিশের মাধ্যমে মিটমাট হয়ে গেছে। পুনরায় জোর করে অন্যের জমি ভোগ দখল করাটি ঠিক হয়নি।
পিএস







































