ফরিদপুর: আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার দুই শতাধিক কৃষককে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি পাঁচ কেজি করে উন্নত জাতের মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, 'গত মৌসুমে ১২ শতাংশ জমিতে মাসকলাই বীজ রোপণ করে ভালোই ফলন পেয়েছি। তবে উন্নত জাতের বীজ পেলে ফলন আরও বেশি হতো। এবছর উপজেলা কৃষি অফিস থেকে উন্নত জাতের বীজ ও সার পেয়েছি। যা দিয়ে এবার ১ বিঘা জমিতে চাষাবাদ করবো। আশাবাদী মাসকলাই চাষে বাম্পার ফলন হবে।'
টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের কৃষক তাইজুল ইসলাম টিটন বলেন, 'এবছর ১ বিঘা জমিতে মাসকলাই বীজ বপণ করবো। কৃষি অফিস থেকে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পেয়েছি। তাই বাম্পার ফলনের আশা করছি।'
আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা জানান, 'মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করি, এ উপজেলায় চলতি মৌসুমে মাসকলাই ফসলের বাম্পার ফলন হবে।'
এআর







































