রাজশাহী : রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্য গুদাম ভর্তি রয়েছে পঁচা ধান আর চালে। এই পচা চাল সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে পঁচা চাল ভর্তি চারটি গুদাম সিলগালা করে দেন বাগমারা উপজেলা প্রশাসন।
জানা যায়, সুফল ভোগীরা এই চাল খেতে পারছিলেন না। তারা বিষয়টি মৌখিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে খাদ্য গুদামগুলো পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম গুদামগুলো সিলগালা করেন।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এটি আসলে গুদাম কর্মকর্তাদের অবহেলা। তিনি যে পদের দায়িত্ব পালন করবেন সেটি খেয়াল রাখবেন না সেটা তো মেনে নেয়া যায় না। সরকারের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে অথচ তিনি জানেন না এটা হতে পারে না।
তিনি বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। আমি নিজেও জানতাম না। সুফলভোগীদের অভিযোগের ভিত্তিতেই গুদামে অভিযান পরিচালনা করি। অনিয়ম প্রমাণিত হওয়ায় বর্তমানে চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সরকারি সুফলভোগীদের মাঝে এই চালগুলো বিক্রি করা হয়ে থাকে। এই চালের মান এতটাই খারাপ যা খাওয়ার অনুপযোগী।
উপজেলার ওসিএলএসডি বাচ্চু মিয়া বলেন, এতো চাল চেক করে নেয়া সম্ভব হয় না। পাশাপাশি চালগুলো বিভিন্ন ঠিকাদার কর্তৃক সংগ্রহ করা হয়ে থাকে। ট্রাক ভর্তি করে চালের বস্তা আনা হয় খাদ্য গুদামে। যার কারণে সবগুলো চেক করা যায় না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন বলেন, উপজেলা খাদ্য গুদামে কখন কি পরিমাণ চাল বা ধান গুদামজাত করা হচ্ছে সেটি মূলত যিনি গুদাম কর্মকর্তা তিনি দেখে এবং বুঝে নেন। কি পরিমাণ চাল নষ্ট হয়েছে এটি আসলে বলা সম্ভব হচ্ছে না।
পিএস







































