• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুয়াকাটায় কাজে দেরি করায় জেলেদের মারধর, এক জেলের মৃত্যু


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৩২ এএম
কুয়াকাটায় কাজে দেরি করায় জেলেদের মারধর, এক জেলের মৃত্যু

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে বেদম মারধর করা হয়েছে। এতে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, মারধরের পর জেলেদের সাগরে মাছ ধরতে যেতে বাধ্য করা হয়। সাগরে গিয়ে হেলালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতে ঘাটে ফিরিয়ে আনা হয়। তবে রাতেই হাসপাতালে না নিয়ে শুক্রবার সকালে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হেলাল হাওলাদারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে। আহত অন্য দুই জেলে সাদ্দাম আকন (১৮) ও আসাদুল হাওলাদার (২০) একই এলাকার বাসিন্দা।

মহিপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর বাজারে আল আমিনের মাছের গদিতে তাদেরকে মারধর করা হয়। রাত ১১টার দিকে হেলালের অবস্থা গুরুতর হলে ট্রলার আলীপুরে ফিরে আসে। সারারাত খাপড়াভাঙ্গা নদীতে অবস্থান করার পর শুক্রবার সকাল ৯টার দিকে হেলালকে হাসপাতালে নেওয়া হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান অপু জানান, হেলালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় ট্রলার মালিক মন্টু ফরাজী (৪৮), সহযোগী সোহাগ হাওলাদার (৩০) ও মেশারেফকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

এসআই

Wordbridge School
Link copied!