• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে এক ব্যক্তির শাসন ব্যবস্থা আর চলবে না: এ্যানি 


লক্ষ্মীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:২৩ পিএম
দেশে এক ব্যক্তির শাসন ব্যবস্থা আর চলবে না: এ্যানি 

লক্ষ্মীপুর: বাংলাদেশের এক ব্যক্তির শাসন ব্যবস্থা আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমীর মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এ্যানি চৌধুরী বলেন, এক দলীয় এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মানসিকতায় বাংলাদেশের শাসন ব্যবস্থার যে অবস্থান তৈরি হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা, জীবনযাপনের যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এটা আর চলতে দেয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা ও পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসন ব্যবস্থা জরুরি। বিশেষ করে ২০১৮ সালের পর তিনি একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। 

বেগম খালেদা জিয়া জনমানুষের আস্থা ও সম্মানের স্থল উল্লেখ করে এ্যানি আরও বলেন, বিগত ১৭ বছরে তিনি অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছেন। মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। তার পরামর্শেই গণ-মানুষের দল হিসেবে জনগণের আস্থা অর্জনে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। 

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

এতে বিশেষ অতিথি ছিলেন- দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহ- সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুসহ অনেকে। 

এআর 

Wordbridge School
Link copied!