• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ব্যবসায়ীকে হত্যা, সাতজনের কারাদণ্ড 


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:১৬ পিএম
পিরোজপুরে ব্যবসায়ীকে হত্যা, সাতজনের কারাদণ্ড 

পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং এমরান (২৮)। আসামিরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানাযায়, আবুল কালাম শরীফ ২০১৪ সালের ১০ জুলাই রাতে আসামিদের বাড়ির পাশ দিয়ে আসছিলেন। এসময় ওৎ পেতে থাকা আসামিরা আবুল কালাম শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে। আহত আবুল কালাম শরীফকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: ওয়াহিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ছয় জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াএকজনকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১১ জন আসামিদের মধ্যে দুই শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুল খালাস দেয়া হয়েছে। একজন আসামি মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময় দুই আসামি সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন। 

পিএস

Wordbridge School
Link copied!