• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় প্রাক্তন স্বামীকে কিশোর গ্যাং ভাড়া করে মারধর করায় স্ত্রী কারাগারে 


বরগুনা প্রতিনিধি   সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩১ পিএম
বরগুনায় প্রাক্তন স্বামীকে কিশোর গ্যাং ভাড়া করে মারধর করায় স্ত্রী কারাগারে 

বরগুনা: কন্যা সন্তানকে দেখানোর বাহানা করে কিশোর গ্যাং ভাড়া করে প্রাক্তন স্বামীকে মারধর করতে  গিয়ে সাবেক স্ত্রী কারাগারে।

একই সঙ্গে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ৩ কিশোর গ্যাং সদস্যকেও আমতলী জুডিশিয়াল আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করে। ঘটনাটি ঘটে বরগুনার আমতলী উপজেলায়। 

জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের লাইজু বেগমের সাথে ফরহাদ ইসলাম জয়ের তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লাইজু বেগম ফরহাদকে ফোন করে তাদের কন্যা সন্তানকে দেখার জন্য আসতে বলে। ফরহাদ চাওড়া ইউনিয়নের উশ‍্যিতলা মেইন রাস্তার পাশে গেলে লাইজু বেগম পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যদের দিয়ে হামলা চালায়। এসময় ফরহাদের সঙ্গে থাকা মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়। 

ফরহাদ এই ঘটনা নিয়ে আমতলী থানায় অভিযোগ করলে আমতলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাতেই সাবেক স্ত্রী মোসা. লাইজু বেগম (২৪), কিশোর গ্যাং সদস্য মো. সাকিল (১৯), মো. রাকিবুল (১৯) ও মো. ওলি হাওলাদার (১৯) কে গ্রেপ্তার করে। এ সময় স্ত্রী লাইজুর কাছ থেকে ফরহাদের মোবাইল ও কিশোর গ্যাং সদস্যদের কাছ থেকে ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

এআর

Wordbridge School
Link copied!