ছবিঃ আওয়ামীলীগ নেতা সেলিম মিয়া
নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিককে হাত-পা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেলিম মিয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিক হলেন নিজাম তালুকদার। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক সোমবার রাতেই মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অভিযুক্ত সেলিম মিয়া উপজেলা চাঁনগাও গ্রামের মড়লপাড়ার বাসিন্দা। তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সাধারণ ডায়েরী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় উপজেলার মাঘান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকে আসামি করে মেহেদি হাসান নবাব নামের এক শিক্ষার্থী মদন থানায় মামলা দায়ের করেন। আসামি বিদ্যা মিয়া বর্তমানে নরসিংদীর এডিসি এরশাদ মিয়ার পিতা। হুমকি দাদা সেলিম মিয়ার সাথে বিদ্যা মিয়ার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
এডিসির পিতা আসামি হওয়ার মামলার খোঁজ নিয়ে সংবাদ প্রকাশ করে সাংবাদিক নিজাম তালুকদার। এতে ক্ষিপ্ত হয় বিদ্যা মিয়ার আত্মীয় আওয়ামী লীগ নেতা সেলিম। সোমবার দুপুরে সেলিম তার মুঠোফোনে সাংবাদিক নিজাম তালুকদারকে হাত-পা কেটে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার পর হুমকি দেওয়া কল রেকর্ড সংযুক্ত করে মদন থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক নিজাম তালুকদার। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল আল শাহ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সেলিম মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এসআই







































