• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৩৯ এএম
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি সুতা তৈরি কারখানার শ্রমিকেরা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে। 

শ্রমিকেরা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানাটিতে কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকেরা একাধিকবার কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে গেলেও তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। চীনা মালিক পরিচালিত ওই কারখানায় কয়েক মাস ধরেই তাদের অনুপস্থিতি থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। যার ফলে আজ বৃহস্পতিবার কাজে যোগদান করতে এসে শ্রমিকরা বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে যোগদান করছেন। 

কারখানার নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, আমাদের আর কোনো দাবি নেই, আমাদের শুধু বেতনটা চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। 

সুরুজ মিয়া নামে আরও এক শ্রমিক বলেন, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বেতন না দিলে ঘর ভাড়া দিতে পারব না, ঘর থেকে মালিক বের করে দেবে। স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।

এদিকে শ্রমিক আন্দোলনের জেরে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী নানা শ্রেণি-পেশার মানুষ। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে সমোঝোতা করছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক কবে আশা করছি।

এসআই

Wordbridge School
Link copied!