• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে অটো রিকশা চালকের লাশ উদ্ধার


বরগুনা প্রতিনিধি :  সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৩৩ পিএম
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে অটো রিকশা চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নিখোঁজ হওয়া ব্যাটারি চালিত অটো রিকশা চালক রিয়াজ (৩৫) নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিয়াজ পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রিয়াজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে রাস্তায় বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাত ৯টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সারারাত তল্লাশির পরও তাকে কোথাও পাওয়া যায়নি।

পরদিন, রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট এলাকার ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকায় তার চালানো অটো রিকশাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

রিয়াজের এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী নানা প্রশ্ন তুলেছে—“একটি অটো রিকশার ব্যাটারির মূল্য কি একজন মানুষের জীবনের চেয়ে বেশি?” তারা দাবি করছেন, খুনিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!