• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালিয়াজুরিতে হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে পীরের আস্তানা ভাংচুর, অগ্নিসংযোগ


নেত্রকোনা প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২৭ পিএম
খালিয়াজুরিতে হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে পীরের আস্তানা ভাংচুর, অগ্নিসংযোগ

নেত্রকোনা: খালিয়াজুরী উপজেলায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কপিল উদ্দিন পীরের আস্তানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তৌহিদী জনতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে পোস্ট দেওয়ায় নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর গ্রামে পীর কফিল উদ্দিনের আস্তানায় হামলা করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।

খালিয়াজুরির কৃষ্ণপুর গ্রামের হারিসুল হক মেম্বারের ছেলে নাজমুল হক (২৭) ও সুনামগঞ্জের শাল্লাহ উপজেলার মাহমুদনগর গ্রামের জব্বার আলী সরকারের ছেলে মাওলানা আবুল কালামের (৬৫) নেতৃত্বে ২০০-২৫০ স্থানীয় লোকজন আমানীপুর গ্রামের পীর কফিল উদ্দিনের আস্তানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি ঘর পুড়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!