• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ১২ অক্টোবর থেকে শুরু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:১৫ পিএম
রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ১২ অক্টোবর থেকে শুরু

দেশে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড প্রতিরোধে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রাসিকের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, স্থানীয় সরকার রাজশাহী পরিচালক পারভেজ রায়হান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, ইউনিসেফ রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মো. কামরুজ্জামান, জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউর রহমান মিল্টনসহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম রাজশাহী মহানগরী এলাকায় টিকাদান ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

ক্যাম্পেইনের লক্ষ্য: শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৯৭,৯২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ৩৭,২০১ জনকে টিসিভি টিকা প্রদান।

বিনামূল্যে টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে

(http://www.vaxepi.gov.bd) ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!