ছবি: প্রতিনিধি
বরগুনার আমতলীতে ২০২৪ সালের অক্টোবরে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। আমতলী থানায় করা এসব মামলায় আওয়ামী লীগের ৩৪১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর সন্ধ্যায় আমতলী শহরে বিএনপির মিছিল চলাকালে বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় গত ৫ অক্টোবর রাতে বিএনপি কর্মী রাহাত প্যাদা বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিককে। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে মিন্টু মল্লিকসহ আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপুকে গ্রেপ্তার করে।
পরদিন ৬ অক্টোবর রাতে বিএনপি কর্মী রাসেল বাদী হয়ে একই ঘটনার অভিযোগে আরেকটি মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ ওই রাতেই সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ কর্মী মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। দুই মামলায় মোট ১১১ জনের নাম উল্লেখ করে আরও ২৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ







































