• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইন্দুরকানীতে অভিযানে ইলিশ ধরার ২৫০০ মিটার জাল জব্দ 


পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৫, ০৫:৫১ পিএম
ইন্দুরকানীতে অভিযানে ইলিশ ধরার ২৫০০ মিটার জাল জব্দ 

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল আটক করেছে মৎস্য বিভাগ।

বুধবার (৮ অক্টোবর) সকালে ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়। 

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এই জাল আটক করে। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চরঘেরা জাল আটক করা হয়। পরে প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পিএস

Wordbridge School
Link copied!